বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

সিরাজগঞ্জ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ 

সিরাজগঞ্জ সদর উপজেলার চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, স্থানীয় এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মো. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম সজল প্রমুখ।

এমপি মুন্না শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো শিক্ষাবান্ধব সরকার, তিনিই শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অগ্রাধিকার, উন্নতি করে ও ব্যাপক সুযোগ-সুবিধা দিচ্ছেন। বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। 

বিনামূল্যে পাঠ্যবই বিতরণে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। ভবিষ্যত প্রজন্মদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলতে  শিক্ষক ও অভিভাবকদের সন্তানদের প্রতি যত্নশীল হতে হবে সবসময় তাদের খোঁজ খবর রাখতে হবে।

সঞ্চালনায়  করেন চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। শেষে ক্রীড়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

টিএইচ